নগরীর ইপিজেড-এ অবস্থিত বেপজা পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্প্রতি সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার স্কুল মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজা'র নির্বাহী চেয়ারম্যান ও বেপজা পাবলিক স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।
বেপজা পাবলিক স্কুল-কলেজ চট্টগ্রাম'এর অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের সহধর্মিণী তাহমিনা জিয়া এবং চট্টগ্রাম ইপিজেড'এর নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান।
ক্রীড়া প্রতিযোগিতায় কর্ণফুলী হাউজ চ্যাম্পিয়ন এবং যমুনা হাউজ রানার্স আপ হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ক্রীড়াবিদদের মধ্যে সুবিজ্ঞান চাকমা, সাদিয়া জাহান, মো. নেছারুল, নীল দাশ, রাইসা রাহা অন্যতম। এছাড়া কর্ণফুলী হাউজ'এর ইয়ামিন হোসেন দ্রুততম মানব এবং মেঘনা হাউজ'এর মায়াবী ফয়সাল দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন।
বিডি প্রতিদিন/আশিক