চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগের ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১টা থেকে বৃহস্পতিবারর রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ২৫ জনকে গ্রেফতার করা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক আমিনুর রহমান সায়েম, পাহাড়তলী থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল মান্নান, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. কায়সার হামিদ, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হোসাইন, জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম রাবির প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম