চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর ৩৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রানা চৌধুরী মাইকেল, হারুনুর রশিদ সজীব, মনির উদ্দিন নাদিম, সৈয়দ মোহাম্মদ আবুল ইয়ারুজ, শাহারান, আব্দুল করিম জুয়েল, ইমরান হোসেন, মোশারফ হোসেন, আবদুল গোফরান কচি, মো. নাঈম, মো. ইমরান, তাজুল ইসলাম, জামাল উদ্দিন, নয়ন দাশ, সুকুমার দাস, জামাল হোসেন, মো. সামির, বেলাল উদ্দিন, মো. লোকমান, সদরঘাট থানা হকার্স লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, নুরুল ইসলাম বালা, আবুল বশর, মো. নাছির, কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, মোক্তার হোসেন, হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম, মো. মনির ও মো. মানিক।
বিডি প্রতিদিন/এএ