চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ফারুককে (২৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)। মঙ্গলবার বিকালে কুয়াইশ নতুন রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. ফারুক রাউজান থানার লাম্বুরহাট এলাকার সওদাগর পাড়ার মৃত নুরুল আলমের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, তার বিরুদ্ধে নগরের কোতোয়ালী, জেলার রাউজান এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত ৫টি মামলার তথ্য পাওয়া গেছে। তিনি আইনশৃংঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৩ বছর যাবত পলাতক ছিলেন।
বিডি প্রতিদিন/এএম