বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিজনেস স্কুলের অন্তর্ভূক্ত ম্যানেজমেন্ট এবং এইচআরএম বিভাগের উদ্যোগে ইন্ডাস্ট্রি গেস্ট স্পিকার সেশন বৃহস্পতিবার (২০ মার্চ) অনুষ্ঠিত হয়। নগরীর জামালখানস্থ ক্যাম্পাসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইডাস সেফটি বাংলাদেশ লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী মোহাম্মদ আরিফ মইনুদ্দিন। তাকে স্বাগত জানান সিআইইউ ব্যবস্থাপনা এবং এইচআরএম বিভাগের প্রধান অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ।
অনুষ্ঠানের কাজী মোহাম্মদ আরিফ মইনুদ্দিন তার দু’দশকের ক্যারিয়ারের আলোকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করপোরেট যোগাযোগ, অফিসের পরিবেশ, কর্মী সম্পর্ক, উৎপাদনশীলতা, কর্মীদের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানে কর্মরতদের উৎপাদনশীলতা বৃদ্ধিকল্পে একটি কার্যকর অফিস ম্যানেজম্যান্টের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আলোচকগণ বলেন, উন্নত বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলগুলো ইন্ডাস্ট্রি বা শিল্পের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলে ফলে বিশ্ববিদ্যালয়গুলো শিল্প সম্বন্ধে সম্যক ধারণা লাভ করে এবং ইন্ডাস্ট্রি হতে পাওয়া তথ্য গবেষণার কাজে ব্যবহার করতে পারে। অপরদিকে এসব গবেষণার ফলাফল থেকে শিল্প প্রতিষ্ঠানগুলোও ব্যাপকভাবে লাভবান হয়। এছাড়া শিক্ষার্থীরাও শিল্প সম্বন্ধে একটি আগাম ধারণা লাভ করে।
বিডি প্রতিদিন/এএ