বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আনোয়ারা বেগমকে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছে। দিনমজুর পরিবারটির জন্য এটি যেন নতুন পথের দিশা। একইসঙ্গে সংগঠনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ১০ জন দরিদ্র নারীর মাঝে নতুন শাড়ি বিতরণ করা হয়।
ঈদ উপহার পেয়ে দরিদ্র নারীরা খুশি হন এবং সংশ্লিষ্টদের জন্য দোয়া করেন। রবিবার বিকেলে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেন।
ড্রিম ফর ডিজঅ্যাবিলিটিজ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান লিমন, ইসলামপুর টাইটেল মাদরাসার অধ্যক্ষ মুফতি সাঈদ আল মামুন, সাংবাদিক আ ফ ম কাউছার এমরান, ইব্রাহিম খান সাদাত, মোজাম্মেল হোসেন, আজিজুর রহমান পায়েল, মো. শাহাদাৎ হোসেন।
এছাড়া, শুভসংঘের সদস্য শাহাদাৎ হোসেন, চয়ন বিশ্বাসসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কালের কণ্ঠের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর পরিকল্পনায় আয়োজিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না। আর্থিক সহযোগিতা করেন কাজী শফিকুল ইসলাম ফাউন্ডেশন।
বিডি প্রতিদিন/আশিক