জিনিসটার নিচের অংশটা বেশ চওড়া। ওপরের দিকটা খুবই সরু। আর মাঝখানটা গোলাকৃতির। বাঁশের ফালি ও বেতের তৈরি বিশেষ এ ঝঁাঁপিই হচ্ছে ‘পলো’। তা দিয়ে সম্মিলিতভাবে মাছ ধরা উৎসবের পুরনো সংস্কৃতির নাম ‘পলো বাওয়া’ উৎসব। প্রতিবছর এ মৌসুমে ঘটা করে উৎসবটি পালিত হয় সিলেটের বিশ্বনাথ উপজেলায়। উপজেলার দৌলতপুর ইউনিয়নের বড়বিলে শত শত মানুষ মেতে ওঠেন এ উৎসবে। গতকাল ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এ উৎসব। সরেজমিনে দেখা যায়, বিলের তীরে পলো আর মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে অপেক্ষমাণ ছেলে-বুড়োসহ শত শত শৌখিন মানুষ। পুরো বিলজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। পরে সকাল ১০টায় কমিটির সায় পাওয়ামাত্রই প্রায় পঁাঁচ শতাধিক শিকারি একসঙ্গে ঝঁাঁপিয়ে পড়েন বিলে। শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা। আনন্দ-উল্লাসে দুপুর পর্যন্ত চলে পলো বাওয়া। এ সময় শিকারিদের কেউ কেউ টান দেন গানে, কেউবা মাছ ধরতে পেয়ে দেন উল্লাসে চিৎকার। শিকারিদের পলো, উড়ালজাল, লাটিজাল, ঠেলাজালে ধরা পড়তে থাকে বোয়াল, শোল, গজার, ব্রিগেড, চিতল, রুই, কাতলা, কার্প, বাউশসহ নানান প্রজাতির মাছ। এ দৃশ্য উপভোগ করতে গ্রামের নারী-শিশু থেকে শুরু করে সবাই ভিড় করেন বিলের পাড়ে। এবার বিলে মাছের সংখ্যা বেশি। কম-বেশি সবাইকে মাছ নিয়ে হাসিমুখে বাড়ি ফিরতে দেখা যায়। গ্রামবাসী জানান, পলো দিয়ে মাছ ধরা তাদের ২০০ বছরের পুরনো সংস্কৃতি। একে কেন্দ্র করে প্রতিবছর পূর্বনির্ধারিত সময়ের কয়েক দিন আগে থেকেই গ্রামজুড়ে চলে উৎসবের আমেজ। যার যার মতো পলোসহ মাছ শিকারের নানা সরঞ্জাম সংগ্রহ করে প্রস্তুতি নেন শিকারিরা। উৎসবের দিন সকাল থেকেই শুরু হয় হাঁকডাক ও হই-হুল্লোড়। পরে সবাই ছোটেন বিলের পাড়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি ও শলাপরামর্শ শেষে কমিটির অনুমতি পাওয়ামাত্রই বিলে হুমড়ি খেয়ে পড়েন শিকারিরা। এ সময় উৎসব উপভোগ করতে তীরে অবস্থান নেন সব বয়সি মানুষ। উৎসব করতে দেশে ফেরেন প্রবাসীরাও। গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সুজন মিয়া জানান, কেবল পলো বাওয়া দেখতে এ সপ্তাহে সপরিবারে দেশে এসেছেন তিনি। এ উৎসব তার খুবই ভালো লাগে। উৎসব প্রসঙ্গে আয়োজক কমিটির সদস্য ইকবাল হোসাইন বলেন, ‘পলো বাওয়া আমাদের পূর্বপুরুষের পুরনো সংস্কৃতি। প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এর ধারাবাহিকতা বজায় রেখেছি। এ উৎসব ঘিরে পুুরো গ্রামবাসীর মাঝে এক অন্যরকম আবেগ-অনুভূতি আর ভালো লাগা কাজ করে।’
শিরোনাম
- ঈদের লম্বা ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ
- হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা
- গলাচিপায় শুভসংঘের উদ্যোগে জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ বিষয়ক সচেতনামূলক সভা
- নিখোঁজ সেই গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ উদ্ধার
- বাউবিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
- কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
- গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
- ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের প্রতিবাদ
- জাজিরার সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক এমপি লালু
- জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় হোটেল শ্রমিক নিহত, আটক ১
- বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক
- ট্রাম্পের শুল্ক আরোপ : ৪৮ ঘণ্টার মধ্যে দুই চিঠি যাবে যুক্তরাষ্ট্রে
- গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ
- পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতাহার আলী
- টাউনসভিলে বাংলাদেশি কমিউনিটির প্রাণবন্ত মিলনমেলা
- ঈদের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- আওয়ামী রাজনীতি ও ভারতের দাদাগিরি চলবে না : জাগপা
- ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫
বিশ্বনাথে পলো বাওয়া উৎসব
সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর