ব্রোকেন হার্ট সিনড্রোম। শুনলেই মনে হয় কোনো গল্পের তোলে দেওয়া শব্দগুচ্ছ। আর ফেব্রুয়ারি হলে তো কথাই নেই। সঙ্গে নিউ জেনারেশনের ট্রেন্ড হলো ব্রেকআপ! কথায় কথায় ব্রেকআপ! হৃদয় ভাঙা। বিচ্ছেদের গল্প। না, এটা সেই রোমান্স ব্রেকআপ নয়, এটা হৃদয় ভাঙার গল্প নয়। চিকিৎসাবিজ্ঞানের ব্রোকেন হার্ট সিনড্রোম। চিকিৎসাবিজ্ঞানে ব্রোকেন হার্ট সিনড্রোমকে বলে Stress-induced Cardiomyopathy। এটির আরেকটি নাম আছে Takotsubo Cardiomyopathy। কার্ডিওমায়োপ্যাথি মানে হলো হার্টের মাংসপেশির কোনো সমস্যা। অতিরিক্ত স্ট্রেসের কারণে হার্টের মাসলে সমস্যা হলে হার্ট ঠিকমতো কাজ করে না সাময়িক! আর তাতে যে সমস্যাটি দেখা দেয়, তাকে ব্রোকেন হার্ট সিনড্রোম বলে।
মজার বিষয় হলো- সমস্যাটি হৃদয়ঘটিত আঘাত থেকেই বেশি হয়। প্রেমের উত্তেজনা থেকে প্রত্যাখ্যান, ভালোবাসার মানুষটি চলে যাওয়া থেকে মরে যাওয়া, এমনসব কিছু থেকেই সত্যিকারের হৃদয় ভেঙে যায়।
Takotsubo Cardiomyopathy, এই অদ্ভুত নামটি কেন হলো!
১৯৯০ সালে এটি প্রথম জাপানে আবিষ্কৃত হয়। জাপানি এক কার্ডিওলজিস্ট প্রথম এটির উল্লেখ করেন। জাপানিরা অক্টোপাস ধরতে এক ধরনের ট্র্যাপ ব্যবহার করেন। নাম : Tako-tsubo। টাকো সুবো দেখতে বেলুনের মতো। ব্রোকেন হার্ট সিনড্রোম হলে হার্টের লেফট ভেন্ট্রিকল বা বাম প্রকোষ্ঠ বেলুনের মতো লম্বা হয়ে যায় দেখতে। তাই নাম দেওয়া হয়েছিল : Takotsubo Cardiomyopathy বা TTC।
সত্তরের দশকে কার্ডিওলজিস্ট iv এটি নিয়ে প্রথম গবেষণা শুরু করেন এভাবে যে- তারা দেখলেন কারও অনেক দিনের জীবনসঙ্গী মারা গেলে অন্য পার্টনারটিও এক থেকে দুই বছরের মধ্যে হার্টের কোনো সমস্যায় মারা যায়। পরবর্তী সময়ে আশির দশকে স্ট্রেস এবং হরমোন কীভাবে হার্টকে দুর্বল করে, এসব নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা ব্রোকেন হার্ট সিনড্রোমের সন্ধান পান। শুরুতে গত শতকে reversible LV dzsfunction precipitated by acute emotional stress নাম দিয়ে প্রকাশ করলেও একুশ শতকে এসে transient LV apical ballooning নামে ডাকত। কালক্রমে একে কেউ apical ballooning ev Broken Heart Syndrome বলা শুরু করেন।
হৃদয় যেমন জোড়া লাগে, তেমই হৃদয় ভাঙে। কোনো কিছু স্থায়ী নয়, কিন্তু মন তাতে মানে না সহজে। ব্রোকেন হার্ট সিনড্রোম আরেকটি মেজর কার্ডিয়াক প্রবলেম- হার্ট অ্যাটাকের মতোই লক্ষণ, উপসর্গ, এমনকি হার্টের ইকোকার্ডিওগ্রাফি থেকে ইসিজি।
ব্রোকেন হার্ট সিনড্রোম হলো হার্টের লেফট ভেন্ট্রিকলের পেশিগুলো কোনো কারণে সাময়িক দুর্বল হয়ে গেলে যে সমস্যার মুখোমুখি হয় শরীর। অন্যদিকে হার্ট অ্যাটাক হলো হার্টের রক্তনালিতে হঠাৎ রক্ত চলাচল আংশিক কিংবা পুরোপুরি বন্ধ হয়ে হার্ট বিকল হয়ে যাওয়া। ব্রোকেন হার্ট সিন্ড্রোমে হার্টের বাম প্রকোষ্ঠ ঠিকমতো রক্ত পাম্প করতে ব্যর্থ হয়, কম করে, কিন্তু হার্টের অন্য অংশগুলো ঠিক থাকে। হার্ট অ্যাটাক হলে হার্টজুড়ে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। একটি হলো পেশির সমস্যা, আরেকটি রক্তনালির সমস্যা।
পেনিক অ্যাটাক আর ব্রোকেন হার্ট সিনড্রোমের লক্ষণ উপসর্গগুলো একই। বুক ধড়ফড় থেকে বুকে ব্যথা, অতিরিক্ত ঘামঝরা থেকে হঠাৎ শ্বাস-প্রশ্বাসের কষ্ট, টান টান বুকের চাপ থেকে ব্লাড প্রেশার কমে যাওয়া, অনিয়মিত হৃদস্পন্দন থেকে অজ্ঞান হয়ে যাওয়া, ব্রোকেন হার্ট সিনড্রোমে এমন সিমটমগুলো দেখা দিতে পারে। এটি কেন হয়, কীভাবে হয়, তার কারণ এবং প্রক্রিয়া স্পষ্ট না হলেও কিছু মুহূর্ত, ঘটনা, পরিস্থিতি, স্মৃতি ব্রোকেন হার্ট সিনড্রোমের জন্য দায়ী। কারও মৃত্যু সংবাদ, রিলেশনশিপ ব্রেকআপ, অতিরিক্ত ভয়, হঠাৎ কোনো উত্তেজনা, ক্রমাগত টেনশন, হঠাৎ শারীরিক কোনো অসুস্থতা, এমন সব পরিস্থিতিতে ব্রোকেন হার্ট সিনড্রোমের সমস্যা দেখা দিতে পারে। কীভাবে হার্ট আগে থেকে কোনো অসুস্থতা ছাড়াই এমন আচরণ করে, সেটি জানতে গিয়ে বিজ্ঞানীরা দেখলেন যে, হঠাৎ এমন উত্তেজনায় শরীরের কিছু হরমোন বেড়ে যায়। বিশেষ করে স্ট্রেস হরমোন কর্টিসোল এদের প্রধান। কর্টিসোল ছাড়া অতিরিক্ত স্ট্রেস মুহূর্তে নোরেপিনেফরিন, এপিনেফরিন, ডোপামিন জাতীয় হরমোনগুলোর পরিবর্তন হয়। হরমোনের এ পরিবর্তন হার্টের মাসলের ওপর হঠাৎ জেঁকে বসে। এদের মধ্যে হার্টের বাম প্রকোষ্ঠের মাসলে প্রভাব ফেললে পুরো হার্টের রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়। হার্টের বাম প্রকোষ্ঠ সারা দেহে রক্ত পাম্পে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। অনেক সুখের পরিস্থিতিও এমন ব্রোকেন হার্ট সিনড্রোমে পরিণত হতে পারে। পরীক্ষার রেজাল্ট, আশাতীত ভালো করা, লটারি জেতা। অনেক ড্রাগ ব্যবহারকারীদের মাঝে এটি দেখা যায় তাড়াতাড়ি। হার্ট অ্যাটাকের সমস্যায় যেসব পরীক্ষা করা হয়, ব্রোকেন হার্ট সিনড্রোমেও একই পরীক্ষ।
-ডা. অপূর্ব চৌধুরী, লেখক এবং চিকিৎসক, ইংল্যান্ড