২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে ২২ বছর বয়সি টাইগার পেসার নাহিদ রানা এবং দর্শকের পছন্দে সেরার সম্মাননা পেয়েছেন নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। গতকাল এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)। রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মননা পুরস্কার দেওয়া হয়।