প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জনগণ বিচার বিভাগের ওপর হারানো আস্থা ফিরে পাবে। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত সেমিনারগুলো থেকে পাওয়া মতামত অন্তর্ভুক্ত করে দেশের বিচার বিভাগের সার্বিক আধুনিকায়নে একটি স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করবেন সুপ্রিম কোর্ট। ওই প্ল্যান সফল বাস্তবায়নের মাধ্যমে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ যে নতুন যাত্রা শুরু করেছে, তা পূর্ণতা পাবে। তিনি গতকাল খুলনার একটি হোটেলে সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ আয়োজনে ‘জুডিশিয়াল ইনডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক আঞ্চলিক সেমিনারে এসব কথা বলেন। হাই কোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী সেমিনারে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস। সেমিনারে খুলনার বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান বিচারপতি ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তার ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতির বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, রোডম্যাপ কর্মসূচির সফল বাস্তবায়নে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও অন্তর্বর্তী সরকার নিবিড়ভাবে কাজ করছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় তৈরির বিষয়ে আইন মন্ত্রণালয় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ-সংক্রান্ত অধ্যাদেশ তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।