সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার ৩০ গ্রামের অন্তত ২০ হাজার সুরেশ্বরী দরবারের অনুসারী ঈদুল ফিতর উদযাপন করেছেন।
রবিবার (৩০মার্চ) সকাল ১০টায় জেলার প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ মাঠে।
নামাজ শেষে শাহ সুরেশ্বরী (রা.) অনুসারীরা বিরানি, সেমাইসহ মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদ উদযাপন করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল