১৫ মার্চ চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৩২ হাজার ৮৪৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার দুপুরে সিভিল সার্জন অফিসের হলরুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, সিভিল সার্জন ডা. একেএম শাহাবাদ্দীন।
সিভিল সার্জন বলেন, জেলায় ৬ থেকে ১১মাস বয়সী ২৮হাজার ৩৩৯ জন শিশুকে নীল রংয়ের এবং ১২মাস হতে ৫৯মাস বয়সী ২লাখ ৪হাজার ৫০৯জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ২হাজার ৪১২ জন কর্মী নিয়োজিত থাকবে। সরকারি হাসপাতাল ছাড়াও নির্ধারিত স্থানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। তবে কেউ বাদ পড়লে তাদের পরের দিনও ভিটামিন খাওয়ানো হবে।
এসময় নাচোল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল উদ্দিনসহ গণমাধ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম