মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর-মাদবরেরচর আঞ্চলিক সড়কে বালু বোঝাই ট্রলির সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাদবরেরচর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত রিফাত মাদবর (২২) কুতুবপুর ইউনিয়নের কাচাই মাদবর কান্দি এলাকার শুক্কুর মাদবরের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচ্চর থেকে মাদবরেরচর এলাকার দিকে যাচ্ছিলেন রিফাত। এসময় বিপরীত দিক থেকে বালুমাটি বোঝাই একটি ট্রলির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর অবস্থায় রিফাতকে প্রথমে পাঁচ্চরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় শরীফ চৌধুরী নামে এক ব্যক্তি বলেন, রিফাত আমার চৌধুরী মটরসে মেকানিকের কাজ করতো। একটি মোটরসাইকেল মেরামত করে ট্রায়াল দিচ্ছিল সে। এসময় দ্রুত গতির একটি বালুবাহী ট্রলির সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হয়। পরে ঢাকায় নেওয়া হলে তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পরে মোটরসাইকেল চালক ছেলেটি মারা গেছে বলে জানতে পেরেছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই