বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বগুড়ায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথা এলাকায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহহেল কাফি লিপন, সহ-সভাপতি মাহবুবর আলম রাসেল, আবুল কাশেম, ডা. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মো. খায়রুল হাসান কোমল, সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক মুকুল হোসেন, কোষাধ্যক্ষ জিন্নাতুল ইসলাম, মোস্তাকুল মোর্শেদ, সেলিম রেজা, টুলু প্রামানিক, মিঠু মিয়া, আরিফ হোসেন, আহসান হাবিব প্রমুখ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করছেন। বিএনপি দেশের মানুষের পাশে আছে এবং থাকবে। এ সময় শহরের সাতামাথাসহ বিভিন্ন স্থানে তারা লিফলেট বিতরণ করেন তারা।
বিডি প্রতিদিন/জামশেদ