টাঙ্গাইলে শিক্ষা সফরের চারটি বাসে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা শিক্ষার্থীদের গলায় রামদা ছুরিসহ বিভিন্ন অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোর যাচ্ছিল। পথে একদল ডাকাত রাস্তার ওপর গজারি গাছ ফেলে বাসের পথ রোধ করে। এরপর চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে উঠে শিক্ষার্থীদের অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুট করে নেয়।
সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম রুবেল জানান, ডাকাতরা বাসে ওঠার পরপরই শিক্ষার্থীরা আতঙ্কে চিৎকার শুরু করলে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় ভয়ে যার যা ছিল সব দিয়ে দেয়।
এদিকে, ঘটনার মাত্র চার দিন আগে ২১ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে একই স্থানে ডাকাতির শিকার হন সাগরদিঘী এলাকার আজমত আলী নামের এক ব্যক্তি। ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ২০ হাজার টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দা মো. জলিল মিয়া জানান, "এই সড়কে দীর্ঘদিন ধরে ডাকাতির ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। রাত হলেই সড়কটি আতঙ্কের নাম হয়ে ওঠে।"
স্থানীয় আরেক বাসিন্দা আব্দুস সালাম লিটন ভূঁইয়া বলেন, "বারবার একই জায়গায় ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসনের সচেতন নজরদারি নেই। এখানে একটি পুলিশ চেকপোস্ট স্থাপনের দাবি জানাচ্ছি।"
গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাসেল রানা জানান, "ডাকাতির ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। স্থানীয়রা তথ্য দিয়ে সহযোগিতা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।"
ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিডি প্রতিদিন/আশিক