তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল নগরীতে সভা ও আনন্দ র্যালি বের করা হয়েছে।
মঙ্গলবার তাঁতী দলের বরিশাল দক্ষিণ জেলা দলের উদ্যোগে সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর তাঁতী দলের সভাপতি এমএ মাইনুল হাসান, সাধারণ সম্পাদক সরোয়ার সুমন ও সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ মোমেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজের শ্রমজীবীসহ নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য তাঁতী দল প্রতিষ্ঠিত হয়েছে। জনসাধারণের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
সভা শেষে সদর রোড অশ্বিনী কুমার হল চত্বর থেকে আনন্দ মিছিল বের করা হয়।
বিডি প্রতিদিন/কেএ