মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়ুথ অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বরমচাল মিশনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং প্রগতি ৪০৬ যুব ক্লাবের পরিচালনায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
যুব ক্লাবের সভাপতি আলমিনা খংটাংকুটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলিভ সুছিয়াংয়ের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বাকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইয়ুথ অ্যাডভোকেসি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে তরুণ-তরুণীরা তাদের অধিকার, চাহিদা এবং স্বার্থের পক্ষে সক্রিয়ভাবে কথা বলে উদ্যোগ নেয় এবং সামাজিক পরিবর্তনের জন্য কাজ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ, হান্স ব্যাচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় তালুকদার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক পিউস, সমাজকর্মী ঊর্মিমালা রিছিল প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ