গাজীপুরে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট এলাকায় একটি ফার্নিচারের দোকানে এ আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রথমে একটি ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়। এই আগুন দ্রুত আরো তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত দুইটার দিকে আগুন পুরোপুরি নির্বাপন সম্পন্ন হয়। আগুনে একটি ফার্নিচার দোকান, একটি কাপড়ের দোকান, একটি ট্রেনিং সেন্টার ও থাই এলুমিনিয়ামের দোকান ও এর মালামাল পুড়ে গেছে।
তিনি আরো জানান, কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্তের মাধ্যমে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিডি প্রতিদিন/নাজিম