স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের আওতায় ‘কনস্ট্রাকশন স্কিলড ট্রেইনিং সেন্টার’ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নির্মাণ কর্মীদের নিয়ে রংপুরে চাকরি মেলা হয়েছে। সোমবার পর্যটন মোটেল মিলনায়তনে প্রভাতি প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুল ওয়াহাব খানের সভাপতিত্বে চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুসা, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আকবর হোসেনসহ প্রশিক্ষক-প্রশিক্ষনার্থী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ও ঠিকাদাররা।
বিডি প্রতিদিন/হিমেল