শুক্রবার রাজবাড়ীর পাংশায় জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফরহাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে ফেরার পথে যুবদল কর্মী মনিরুল বিশ্বাস গুলিবিদ্ধ হয়। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
আহত মনিরুল বিশ্বাস (৩৮) পাংশা উপজেলার পাট্টা গ্রামের আব্বাস বিশ্বাসের ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকালে পাংশা উপজেলার জাগিরকয়া বাজারে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেরন ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে দ্রুত সময়ের মধ্যে হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। প্রতিবাদ সমাবেশে কয়েকশ’ নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ওই সমাবেশ থেকে ফেরার পথে বাজার এলাকা থেকে সন্ত্রাসীরা পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলামকে গুলি করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হন যুবদল কর্মী মনিরুল বিশ্বাস।
এ ঘটনাকে কেন্দ্র করে পাংশার পাট্টা ইউনিয়নে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার জানান, আমরা এক যুবকের গুলিবিদ্ধের সংবাদ শুনেছি। ঘটনাটি নিয়ে পুলিশ সদস্যরা কাজ করছেন।
বিডি প্রতিদিন/একেএ