জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। রবিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার নেতৃবৃন্দ। অপরদিকে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ দুপুর ১২টায় পুরাতন বাসস্ট্যান্ড থেকে ফিললেট বিতরণ শুরু করে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে এ কর্মসূচি নিয়ে কিছুটা উত্তেজনা ছিল শহরে। তবে বড় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি দুই পক্ষের মধ্যে।
বিডি প্রতিদিন/এএ