টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে টাঙ্গাইল শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত জেলা পরিষদের প্রসাশক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক ও প্রধান আলোচন সাবেক রাষ্ট্রদূত ও সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠ পোষক আনোয়ার উল আলম শহীদ।
কল্যাণ পরিষদের সভাপতি ইউসুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গৌতম চন্দ্র প্রমুখ। সভা শেষে হতদরিদ্র মুক্তিযোদ্ধাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৮