দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার সকাল ৯টার দিকে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১৭ নম্বর সাব পিলারের ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: ভারতের হিলি থানার ধরন্দা এলাকার শ্রী গোপাল কুন্ডুর ছেলে মনোজ কুন্ডু (১৮) এবং একই এলাকার স্বর্গীয় শ্যামল দাসের ছেলে বাবু সোনা দাস (১৮)।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, সকালে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করে বিজিবি।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ