বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ জানুয়ারী কালো পতাকা মিছিল ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালনে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ১৯ জানুয়ারী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল। এসব কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, নাজমুল হুদা পপন, মেহেদী হাসান হিম, আলীমুররাজি তরুণ, মোশারফ হোসেন স্বপন ।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/হিমেল