উন্নত বিশ্বে দেশের জামদানি শিল্পকে পরিচিতি ও বাজারজাত বৃদ্ধি করতে কাজ করছে সরকার। বিগত সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের কারণে তাঁতিরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ছিল।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় জামদানি পল্লী পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বস্ত্র, পাট ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
উপদেষ্টা কয়েকটি জামদানি কারখানা পরিদর্শন করেন এবং তাঁতিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরিদর্শনকালে ছদ্মবেশে গঙ্গাপুর বাজারের খুচরা দোকানে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সম্পর্কে ধারণা নেন তিনি।
বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সালাহ উদ্দিনের আয়োজনে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু আহমদ সিদ্দিকী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাকিব আল রাব্বি (সার্বিক), সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ এবং নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাসমিন আক্তার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম জামদানি এক্সপোর্ট রপ্তানিকারক ও তাঁত সমিতির রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য জহিরুল হক, ভুলতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তাঁত সমিতির সভাপতি মেহেদী হাসান, পুটিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তাঁত সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর বারী এবং সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল আহম্মেদ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল