রাজধানীর বংশালে স্বামীর হাতুড়ির আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী মো. ইব্রাহিম খানকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বংশাল ২৪ নং শিক্ষাটলি নাজিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মাকসুদা খানম (৩০) সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আব্দুল বাতেন খানের মেয়ে। বর্তমানে বংশাল ২৪ নং শিক্ষাটলি নাজিরা বাজার স্বামীর বাড়িতে পরিবারসহ থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়। তিনি এক কন্যা সন্তানের জননী।
মাকসুদা খানমের চাচা মাওলানা আব্দুল লতিফ বলেন, দুই বছর পূর্বে পারিবারিকভাবে মাকসুদাকে ইব্রাহিমের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাদের ঘরে এক বছর বয়সী বুশরা নামে এক কন্যা সন্তান রয়েছে। সে আগেও একটা বিয়ে করেছিল। ইব্রাহিম পেশায় অনলাইনে মেডিসিনের ব্যবসা করতো। সে ঠিকমতো বাসায় বাজার করতো না। সামান্য বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করতো। গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে সে নিজেই থানা পুলিশকে জানায় ও আমাদেরকে জানায়। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বংশাল থানার উপ-পরিদর্শক এসআই মো. ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পারিবারিক কলহে স্বামী ইব্রাহিম স্ত্রী মাকসুদাকে শুক্রবার সন্ধ্যায় স্বামীর নিজ বাসায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করায় সে মারা যায়। পরে খবর পেয়ে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম