চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাহমিনা আক্তার (৩০) নামে এক নারীর অস্বাভাবিক মত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা ওই গ্রামের প্রবাসী মো. আরিফের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। এই ঘটনায় তার দেবর ও ননদ পলাতক রয়েছেন।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, ওই নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এদিকে নিহতের মামা মো. হারুন জানান, গত ৯ ফেব্রæয়ারি তাহমিনার দেবর মো. কায়সার (৩২) এবং ননদ রুবি আক্তার (৩০) বিদেশ থেকে দেশে আসে। তারা দুজনেই তাহমিনাকে নানা অপবাদ দিতে থাকে। সেটা সহ্য করতে না পেরে তাহমিনা আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এর বাইরেও কিছু আছে কিনা সেটা বলা যাচ্ছেনা। সোমবার সকালে তাহমিনার দেবর ফোন করে বলে ভাগনী আত্মহত্যা করেছে। গিয়ে দেখি খাটের মধ্যে ভাগনীর লাশ পড়ে আছে। ঘটনার পর দেবর-ননদ পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এএম