চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রহিমা বেগম (৪০) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রবিবার রাত ৯টার পর পৌর এলাকার সাঙ্গু নদীর পাড়ের বার্মা কলোনি থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে সংস্থাটি। এসময় বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়। রহিমা পরিবারের সাথে ওই কলোনীতে থাকেন।
চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে বার্মা কলোনিতে মাদক ব্যবসা চলছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযান মাদক সম্রাজ্ঞী রহিমার বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি ছোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরবর্তীতে রহিমাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হলে মামলা দায়েরের পর সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম