জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান বলেছেন, বিশ্ব মানবতার ধর্ম হচ্ছে ইসলাম। মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন ও বিশ্বনবী (সা.) এর হাদীস অনুসরণের মধ্যে মানবতার মুক্তি ও কল্যাণ নিহিত। যুগে যুগে প্রমাণিত হয়েছে ইসলাম ছাড়া সামাজিক সুবিচার ও স্বাধীনতা অন্য কিছু দিতে পারবে না। তাই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে রুকনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে আমাদের লক্ষ্য হচ্ছে মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
শনিবার বিকালে চট্টগ্রাম দিদার মার্কেট সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে সেক্রেটারি আব্দুল জব্বারে পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জেলা কর্ম পরিষদ সদস্য ড: আব্দুল হামিদ চৌধুরী, মাষ্টার মোহাম্মদ নূরুচ্ছালাম, আব্দুল কুদ্দুছ, মাওলানা বোরহান উদ্দীন, রফিকুল ইসলাম, ইউসুফ বিন আবু বক্কর, জসিমুদ্দীন আজাদ, ইঞ্জিনিয়ার বোরহানউদ্দিন, মাওলানা জামাল হোসাইন, মাওলানা জামাল হোসাইন, মাওলানা মুহিউদ্দিন প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল