চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক সমীরণ চক্রবর্তী (৩২) ও যুগ্ম আহবায়ক বাবুল দে’কে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার কানুনগোপাড়া ও পৌরসদর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দুইজন আমুচিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলায় দুইজনকে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম