চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার একটি প্লাস্টিক ক্যারেটের গোডাউনে আতশবাজির আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মুন্সিপাড়া এলাকার সাততলা একটি ভবনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও সিইপিজেড স্টেশন থেকে ৬টি অগ্নিনির্বাপণকারী গাড়ি পাঠানো হয়। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সাততলা ওই ভবনের সামনে কিছু ছেলে আতশবাজি-পটকা ফুটালে ক্যারেটের গুদামে আগুন লাগে। ক্যারেটগুলো প্লাস্টিকের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বিডি প্রতিদিন/এএম