চট্টগ্রামের নগরী, কর্ণফুলী ও বোয়ালখালী উপজেলা থেকে শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ও সোমবার সকালে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য রয়েছেন।
রবিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও হাইলধর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীনকে (৪৯)। কর্ণফুলী থানার ওসি মো. মনির হোসেন জানান, নাজিমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানান, ওই উপজেলার শাকপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো. কপিল উদ্দিনকে (৪৫) সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়। পরে ছাত্র-জনতার হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আসামি দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে কোতোয়ালী থানার ওসি মো. আবদুল করিম জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কর্ণফুলী উপজেলার জামালপাড়া এলাকা থেকে আরশাদুন নুর সিফাত নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি দল। সে ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সংগঠক। গ্রেপ্তারকৃত সিফাত জামালপাড়ার স্থানীয় বাসিন্দা। তাকে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম