চট্টগ্রামের কোতোয়ালী থানার জাফর কলোনীতে পরিবারের জন্য ঘর ভাড়া নেন ইলেকট্রিশিয়ান মোহাম্মদ ইলিয়াস (৫২)। স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে সেখানে সুখেই কাটছিলো ইলিয়াসের দিন। কিন্তু সোমবার ভোরের জাফর কলোনিতে এক আকস্মিক অগ্নিকান্ডে প্রাণ হারিয়েছেন ইলিয়াস। তার সাথে প্রাণ গেছে স্ত্রী পারভীন আক্তারেরও (৪৫)। বাবা-মায়ের যখন বিয়োগ হলো তখন তাদের দুই সন্তান শাহিনা আক্তার (২৩) ও মোহাম্মদ সোহান (১৯) কাঁতরাচ্ছেন হাসপাতালের বিছানায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বলুয়ারদীঘির পশ্চিম পাড়ে অগ্নিকান্ডের খবর পান ৬টা ৪০ মিনিটে। তারা সেখানে আগুন নেভাতে গিয়ে দেখেন এলাকাটি খুবই ঘিঞ্জি প্রকৃতির। সেকারণে আগুণ নেভাতে তাদের বেগ পেতে হয়। দূর থেকে পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভাতে হয়েছে। আগুন কিছুটা নেভানোর পর ইলিয়াসের পরিবার ও তাদের নিকটাত্মীয় মো. ফয়সালকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিক উদ্দিন আহমেদ জানান, হাসপাতালে নেয়ার পর পাঁচজনের মধ্যে ইলিয়াস ও পারভীনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আগুনের ধোঁয়ায় তাদের শ্বাসনালী পুড়ে মৃত্যু হয়েছে। তাদের দুই সন্তান শাহিনা ও সোহান এবং ফয়সালের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত আশংকামুক্ত বলা যাচ্ছেনা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, আগুন লাগার পর ইলিয়াস ও তার পরিবার ধোঁয়ার কারণে বাড়ি থেকে বের হতে পারেননি। পরে তারা বাসার বাথরুমে আশ্রয় নেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জানান, ইলিয়াসের পরিবার এখানকার স্থানীয়। তবে তারা ভাড়া বাসায় থাকতো। সবার সাথে সুসম্পর্ক ছিলো। একদিকে ইলিয়াস ও তার স্ত্রী মারা গেছেন, অন্যদিকে তাদের সন্তানরা এখনো শংকামুক্ত নয়। ফলে কলোনীর বাসিন্দাদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে। সবাই দোয়া করছেন, যাতে তাদের সন্তাগুলো যাতে বেঁচে থাকে।
ফায়ার সার্ভিস বলছে, জাফর কলোনির রাস্তাগুলো সরু হওয়ায় এবং ঘিঞ্জি পরিবেশের কারণে আগুন নেভাতে ১ ঘন্টার বেশি সময় লাগে। তত ক্ষণে অগ্নিকান্ডে ১০টি আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পরে ধারণা করছেন তারা।
বিডি প্রতিদিন/এএম