চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকা থেকে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ছয়টি কার্তুজ, দুইটি ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি (অপরারেশন) মো. রোবেল আফ্রাদ জানিয়েছেন, অভিযুক্তরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে আশপাশের এলাকায় যাত্রী ও পথচারীদেরকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে মূলবান জিনিসপত্র, টাকা-পয়সা লুট করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সিআরবি ফ্যান্সিস রোডস্থ পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পিছনে অভিযান চালিয়ে ৫ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ