চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের আরও ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় তাদের গ্রেফতার করা হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের জনসংযোগ শাখা।
বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃতদের নাম উল্লেখ করে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাইদুল ইসলাম (৩৫), মো. জাহিদুল ইসলাম (১৯), শহিদুল আলম (২৭), শামছু আলম (৩০), জাহাঙ্গীর আলম (৪৫), প্রিয়তোষ চৌধুরী (৬২), ইমামুল হক (২৮), মো. পাভেল (৩০), মো. মনিরুজ্জামান রিয়াদ (৩৯), মো. সুমন (২৯), মো. তামজিদ হোসেন (২১), মো. নাঈম গাজী (২১), মো. কচির উদ্দিন লিটন (৩৮), ইশতিয়াক ওয়াসিফ (২৫), রাসেল আহামদ (৩৮), মো. জুয়েল (৩০), মো. ইসমাইল হোসেন (৩৬), মোহাম্মদ ইদ্রিস (৩৬) ও মো. ইব্রাহিম শরিফ (৪৯)।
বিডি প্রতিদিন/এএম