বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রশিবির নেতা শান্ত হত্যা মামলায় চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
আজ রবিবার সকালে শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক।
এদিন নদভীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর।
মামলার বিবরণ অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় গুলিবিদ্ধ হন ইসলামী ছাত্রশিবিরের সাথী ফয়সাল আহমেদ শান্ত। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন থানা জামায়াতের আমির মাহবুবুল হাছান রুমী।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ ডিসেম্বর ঢাকায় গ্রেফতার হন সাবেক এমপি নদভী। পরে গত ২২ জানুয়ারি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে লোহাগাড়া ও সাতকানিয়া থানার পৃথক দুই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে ২৬ জানুয়ারি চান্দগাঁও থানার পৃথক দুই মামলায় দুইদিন করে চারদিনের রিমান্ডে পায় পুলিশ।
নদভী চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছর দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি হার মানেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে।
সাবেক সংসদ সদস্য নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অধ্যাপক ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ