দেশের বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন আয়োজিত স্কুল পর্যায়ের খেলাধুলা প্রতিযোগিতায় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ অভাবনীয় সাফল্য অর্জন করে চলেছে।
বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় যুব দাবা প্রতিযোগিতা ২০২৫ এর বালক অনুর্ধ্ব-৮, বালক অনুর্ধ্ব-১০, বালক অনুর্ধ্ব-১২, বালিকা অনুর্ধ্ব-১৪ ক্যাটাগরির সবগুলোতেই চ্যাম্পিয়ন হয় সাউথ পয়েন্টের শিক্ষার্থীরা। বালিকা অনুর্ধ্ব-১৬ ক্যাটাগরিতেও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩য় স্থান অর্জন করে।
সম্প্রতি দেশব্যাপি "তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত স্কুল দাবা প্রতিযোগিতায় ওপেন ও বালিকা উভয় বিভাগেই সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় সাউথ পয়েন্টের বালিকা দল রানার্সআপ হয়।
এদিকে, সম্প্রতি সাউথ পয়েন্টের আরেক ৯ বছরের শিক্ষার্থী রাইয়ান রশীদ মুগ্ধ ঘটিয়েছে এক অবিশ্বাস্য কাণ্ড। অনলাইন বুলেট দাবা গেমে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের দাবারু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে বিশ্ব দাবা অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কারাতে দলও পিছিয়ে নেই, বাংলাদেশ কারাতে অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ ক্লাব কারাতে চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের কারাতে দল ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৯টি তাম্র পদক অর্জন করে।
বাংলাদেশ দাবা ও হ্যান্ডবল ফেডারেশনের ২য় বিভাগ লীগে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব (এসপিএসসি) নিয়মিত ভাবে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা প্রদর্শনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে এখন বেশ আলোচিত ও প্রশংসিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন