এবারের অমর একুশে বইমেলায় সাহিত্যিক শাহাদত হোসেন সুজনের 'যদি গেঁথে যায় হৃদয়ের ফ্রেমে' (৫ম কাব্যগ্রন্থ) এবং ৯ম গ্রন্থ 'মাধবীলতা' (২য় উপন্যাস) এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় অমর একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে বই দুইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কবি সাহিত্যিক সম্পাদক সাবেদ আল সাদ, অধ্যাপক এম ডি মুরাদ বসুনিয়া, বাংলা একাডেমির উপ-পরিচালক ও কবি শিশু সাহিত্যিক ইমরুল ইউসুফ, অডিট অ্যান্ড একাউন্টস অফিসার দেওয়ান এস এম শাহরিয়ার, কবি গোবিন্দ লাল দাস, কবি কাজী আনারকলি, কবি সেলিনা শেলী, কবি শহিদুল ইসলাম, সুপার রায়হান, সুপার আবু সালেহ, সুপার লুৎফর রহমান, অডিটর সুরুজ্জামান, ইন্জিনিয়ার এস এম আশিক ইকবাল, রুবেল, মাহফুজ ও প্রিয় আদি প্রমুখ।
আয়োজনে উপস্থিত থেকে বই দুটোর মোড়ক উন্মোচন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাহিত্যিক শাহাদত হোসেন সুজন।
'যদি গেঁথে যায় হৃদয়ের ফ্রেমে' কাব্যগ্রন্থটি বইমেলার ২০ নম্বর প্যাভিলিয়ন মিজান পাবলিশার্স এবং 'মাধবীলতা' উপন্যাসটি ২৮ নম্বর প্যাভিলিয়ন ঐতিহ্য পাবলিকেশনে পাওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত