পানির অপর নাম জীবন, সেটা আমরা সবাই জানি। কিন্তু রিল বা রিলস নামে যে একটা জিনিস আছে, এই জিনিসের অপর নাম কী, এটা আমাদের কারও কারও জানা থাকলেও সবার জানা নেই। এই জন্যই এটা নিয়ে কিঞ্চিৎ আলাপ-আলোচনা হতে পারে। আমার এক ছোটভাই বললো, ভাই, আমরা কিন্তু স্মার্ট হলেও এখন পর্যন্ত পুরোপুরি স্মার্ট হতে পারিনি। পুরোপুরি স্মার্ট হতে পারলে খুব সুবিধা। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের সুবিধা? ছোটভাই বললো, বিরাট সুবিধা। তার আগে বলে নিই কী ধরনের স্মার্ট আমাদের হওয়া উচিত। আমরা কেউ কেউ চামচ দিয়ে খেতে পারি। কিন্তু অধিকাংশেরই অভ্যাস হচ্ছে হাত দিয়ে খাওয়া। এটা আর চলবে না। এখন থেকে চামচ দিয়ে খেতে হবে। যদি চামচ দিয়ে খাওয়ার মতো স্মার্ট আমরা হতে পারি, তাহলে সুবিধা আর সুবিধা। আমি এবার খানিকটা বিরক্ত হয়ে বললাম, আরে বাপুরে সুবিধা তো বুঝলাম, কিন্তু কেমন সুবিধা? কী ধরনের সুবিধা? ছোটভাই এবার কাঁচুমাচু করে বললো, না মানে চামচ দিয়ে খেলে হয় কী, খাওয়ার পাশাপাশি মোবাইলে রিলসও দেখা যায়। মনে করেন আপনি চামচ দিয়ে খেলেন না, হাত দিয়ে খেলেন। তখন কিন্তু রিলস দেখতে পারবেন না। হাতে খাবার লেগে থাকলে টাচ স্ক্রিন মোবাইলে টাচ করা যায়? যায় না কিন্তু। তার মানে আপনি যতক্ষণ খাবার খাবেন, ততক্ষণ রিলস দেখা থেকে বঞ্চিত থাকবেন। অথচ চামচ দিয়ে খেলে একটা সেকেন্ডও বাদ যাবে না। আমি বললাম, বুঝতে পেরেছি তুই কোন লেভেলের রিলস দেখনেওয়ালা। কিন্তু কথা হচ্ছে, ডান হাতে খাবার খাওয়ার সময় তো বাম হাতে টাচ স্ক্রিনে টাচ করে করে রিলস দেখাই যায়। তাহলে চামচ দিয়ে খেতে হবে কেন? ছোটভাই বললো, না ভাই, বাম হাতে মোবাইলের স্ক্রিন টাচ করলে সমস্যা। কোথাকার টাচ কোথায় গিয়ে লাগে। বোঝেন না কেন, বাম হাত তো আর ডান হাতের মতো কাজের না। এক জায়গায় টাচ করতে গিয়ে আরেক জায়গায় লেগে যেতেই পারে। যেমন ধরেন আমি এক জায়গা চাকরি করতাম। শুধু মাত্র বাম হাতে মোবাইল টাচ করতে গিয়ে চাকরিটা হারাতে হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, বলিস কী! বাম হাতে মোবাইল টাচ করলে চাকরি চলে যায়? ছোট ভাই বললো, যায় ভাই, যায়। আমার ওই অফিসের বস ছিল ইয়াং। সে তখন ছ্যাঁকা খেয়েছিল। তারপর আবেগ সামলাতে না পেরে সেই ছ্যাঁকা বিষয়ে একটা পোস্ট দিয়ে ফেলেছিল ফেসবুকে। আমার তখন কী করা উচিত ছিল? স্যাড রিঅ্যাক্ট দেওয়া উচিত ছিল না? আমি দিতেও যাচ্ছিলাম। কিন্তু বামে হাতে টাচ করতে গিয়ে দিয়ে ফেলেছিলাম হা-হা রিঅ্যাক্ট। ব্যস, পরদিন থেকে চাকরি নেই। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, সেটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু রিলসের বিষয়টা তো বিচ্ছিন্ন না। মানুষ এখন রিলস ছাড়া কিছুই বোঝে না। এটা কিন্তু খুবই ভয়ংকর। ছোটভাই বললো, বুঝতে পেরেছি। সমস্যা নেই ভাই। আমি ব্যবস্থা করছি। আমি অবাক হয়ে বললাম, কী বুঝতে পেরেছিস? আর কী ব্যবস্থা করবি? ছোটভাই বললো, না, মানে এই যে আপনি রিলসের বিপক্ষে কথা বলছেন, এতে বোঝা যাচ্ছে আপনি রিলস জিনিসটা হাতের কাছে পর্যাপ্ত পাচ্ছেন না। যদি পর্যাপ্ত পেয়ে যান, তাহলে আপনিও সারা দিন এটা নিয়েই ব্যস্ত থাকবেন। আর এটার বিপক্ষে কথা বলবেন না। আমি বললাম, এটা কী ধরনের কথা? এই বয়সে এসে আমি রিলসে ব্যস্ত থাকবো? ছোট ভাই বললো, রিলস বয়স মানে না ভাই। গতকাল আমার চাচার পা ভেঙে গেছে। তার বয়স কত জানেন? সত্তরের কাছাকাছি। আমি বললাম- এখানে রিলস নিয়ে কথা হচ্ছে। এর মধ্যে তোর চাচার পা ভাঙার বিষয়টা কীভাবে ঢুকলো? ছোটভাই বললো, ঢুকবেই তো। যেহেতু চাচা গভীর মনোযোগ সহকারে রিলস দেখতে দেখতে হাঁটছিল এবং পা ভেঙেছে গর্তে পড়ে। আশা করি আপনি মনোযোগের গভীরতাটা অনুমান করতে পেরেছেন।
শিরোনাম
- ফ্যাসিষ্টের দোসর ও নব্য বিএনপি থেকে সাবধান : মজনু
- ঈদের লম্বা ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ
- হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা
- গলাচিপায় শুভসংঘের উদ্যোগে জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ বিষয়ক সচেতনামূলক সভা
- নিখোঁজ সেই গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ উদ্ধার
- বাউবিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
- কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
- গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
- ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের প্রতিবাদ
- জাজিরার সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক এমপি লালু
- জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় হোটেল শ্রমিক নিহত, আটক ১
- বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক
- ট্রাম্পের শুল্ক আরোপ : ৪৮ ঘণ্টার মধ্যে দুই চিঠি যাবে যুক্তরাষ্ট্রে
- গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ
- পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতাহার আলী
- টাউনসভিলে বাংলাদেশি কমিউনিটির প্রাণবন্ত মিলনমেলা
- ঈদের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- আওয়ামী রাজনীতি ও ভারতের দাদাগিরি চলবে না : জাগপা
রিলসেই জীবন
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
