বাগেরহাটে স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সমন্বয়ক সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য সরদার অহিদুল ইসলাম পল্টু, কাজী মনির হোসেন, মনিরুল হক ফরাজি, ডা. হাবিবুর রহমান, সদর উপজেলার সাবেক সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. হারুন আল রশিদ, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার সভায় বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিলে যুবদলের ১২টি ইউনিটের আহবায়ক ও সদস্য সচিবসহ চার হাজার নেতাকর্মী অংশ নেয়।
বিডি প্রতিদিন/আশিক