বয়স মাত্র ১৯ বছর। যে বয়সে ঈদের আনন্দ কীভাবে উপভোগ করবেন সেই পরিকল্পনা থাকার কথা। কিন্তু মোসাম্মাৎ মীম আক্তারের ভাবনায় অন্য কিছু। মাত্র ১৯ বছর বয়সে বিধবা মীমের চিন্তা কন্যাকে নিয়ে বেঁচে থাকার। একমাত্র কন্যা মিথিলা ইসলাম রোজা গর্ভে থাকা অবস্থায় তার স্বামী আল আমিন রনি ১৯ জুলাই বিকালে মহাখালীতে গুলিবিদ্ধ হন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বানারীপাড়া উপজেলার পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা দুলাল হাওলাদারের ছেলে রনি মহাখালীতে একটি ওয়ার্কশপ ও পার্টটাইম খাদ্যপণ্য দ্রব্যে ডেলিভারির কাজ করতেন। স্ত্রী, বিধবা মা ও ভাইবোন নিয়ে মহাখালী সাত তলা বাউন্ডারি বস্তিতে থাকতেন। গত ৪ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন মীম। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চাখার গ্রামের বাবার বাড়িতে থাকেন তিনি। একটি চাকরির জন্য পাঁচ মাস বয়সি কন্যা সন্তানকে নিয়ে প্রতিদিন বানারীপাড়া উপজেলার চাখার বাজারের একটি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন তিনি। বৃহস্পতিবার সেখানে প্রশিক্ষণ নিতে আসার পর কথা হয় মীমের সঙ্গে। তিনি জানান, পাঁচ মাস বয়সি সন্তান ঘরে একা রেখে আসা যায় না। তাই প্রতিদিন সন্তানকে সঙ্গে নিয়ে আসেন। তিনি কম্পিউটার প্রশিক্ষণ নেন। তিনি কন্যাকে নিয়ে সেন্টারে থাকেন। মীম বলেন, বাবা কামাল হোসেন মাঝি চাখার বাজারের ক্ষুদ্র মাছ বিক্রেতা। তার ছোট আরও দুই ভাইবোন রয়েছে। বাবার একার পক্ষে তো সংসার চালানো সম্ভব নয়। নিজের খরচ নিজে চালানোর জন্য চাকরির প্রয়োজন। তাই কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন। এইচএসসি পাস করা মীমের ডিগ্রি পাস কোর্সে ভর্তি হওয়ার লক্ষ্য রয়েছে। স্বামীর মৃত্যুর পর তাদের পরিবার থেকে দুই তিনবার খোঁজখবর নিয়েছিল। কন্যার জন্মের পর একবার দেখতে এসেছিল। কিন্তু কন্যার জন্য কিছু করে না। মীম বলেন, ঈদ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জামায়াতের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। সহায়তার চেয়ে একটি স্থায়ী চাকরি জরুরি। নিজে স্বাবলম্বী হয়ে কন্যাকে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চান মীম। জীবনে কোনো ঈদের আনন্দ বাবার সঙ্গে উপভোগ করতে পারবে না কন্যা রোজা। এ কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয় জানিয়ে মীম হয়তো স্বামী বেঁচে থাকলে তাকে ও কন্যাকে নিয়ে আনন্দ করতেন এই ঈদে। সেটা থেকে বঞ্চিত হবেন তিনি ও কন্যা।
শিরোনাম
- গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
- মার্কিন শুল্কারোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : খলিলুর রহমান
- পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো রাজস্থান
- চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
- মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ
- গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
- শাহবাগে ফুলের দোকানে আগুন
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
বরিশাল
বাবাহীন শিশু রোজার ঈদ
সাইদ মেমন, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর