জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তাদের এককালীন ও মাসিক ভাতা, চাকরিতে অগ্রাধিকার, পুনর্বাসন, চিকিৎসাসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুবিধা প্রাপ্তি নিয়ে অনিয়ম রুখতে তাদের দেওয়া হবে বিশেষ পরিচয়পত্র। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন। শফিকুল আলম বলেন, ইতোমধ্যে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের তালিকা করা হয়েছে। আসছে মার্চ মাস থেকে শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার করে ভাতা পেতে পারেন। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আহতরা তিন ক্যাটাগরি চিকিৎসা ও রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। গত ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস সচিব বলেন, ইতোমধ্যে জুলাইয়ের ৮৩৪ জন শহীদের তালিকা গেজেটে প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা ও প্রতিমাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। আহত জুলাই যোদ্ধারা এ, বি ও সি ক্যাটাগরিতে বিভিন্ন সুবিধা পাবেন। এ ক্যাটাগরির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। এ ছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। বি ক্যাটাগরির (গুরুতর আহত) ৯০৮ জন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি/আধাসরকারি কর্মসংস্থান প্রাপ্য হবেন। সি ক্যাটাগরির (আহত) তালিকাভুক্ত ১০ হাজার ৬৪৮ জন জুলাই যোদ্ধা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা ভাতা পাবেন। সব জুলাই যোদ্ধা পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের প্রসঙ্গে ডেপুটি প্রেস সচিব জানান, সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যাওয়ার আগে নতুন অ্যাক্রেডিটেশন নীতিমালায় স্বাক্ষর করে গেছেন। নতুন নীতিমালায় সরকারের গুণগান প্রচারের বাধ্যবাধকতা রাখা হয়নি। এ ছাড়া আগে কাউকে এক বছরের জন্য অস্থায়ী, কাউকে স্থায়ী কার্ড দেওয়া হতো। এই বৈষম্য তুলে দেওয়া হয়েছে। এখন থেকে সব অ্যাক্রেডিটেশন কার্ডের মেয়াদ হবে তিন বছর।
শিরোনাম
- গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
- মার্কিন শুল্কারোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : খলিলুর রহমান
- পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো রাজস্থান
- চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
- মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ
- গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
- শাহবাগে ফুলের দোকানে আগুন
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০২:১০, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
অভ্যুত্থানে ত্যাগ স্বীকারকারীরা পাবেন ভাতা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর