আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা গাজায় ইসরায়েলি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে দেশবাসীকে ধিক্কার জানাতে বলেছেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এ বিষয়টি ছাড়াও ঈদ পালন, বর্তমান সময়ের সিনেমা ও তাঁর অবসর সময় কীভাবে কাটে তা জানান তিনি। ববিতা বলেন, এবারের ঈদে বলতে গেলে মোটামুটি সুন্দর সময় কাটিয়েছি। বাসায় আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনরা এসেছেন। তাদের নিয়ে ঈদ আনন্দে মেতেছিলাম। তবে একটা বিষয়ে নিজেকে খুব একা লেগেছে। আর তা হলো আমার স্নেহের একমাত্র পুত্র অনীক কাছে নেই। ও কানাডায় থাকে। তাই ঈদের দিন ওকে খুব মিস করেছি। ঈদে কানাডায় কোনো ছুটি ছিল না। ওর অফিস করতে হয়েছে। সন্ধ্যায় বাসায় ফিরে নিজেই রেঁধে খেয়েছে। এটা ভাবতেই কষ্ট হয়। ববিতা আরও বলেন, অবসর সময়ে বাসার নানা কাজ করি, নামাজ দোয়া পড়ি, টিভি আর ল্যাপটপে দেশবিদেশের পুরোনো সেরা সিনেমাগুলো দেখি। এখনকার সিনেমা মানসম্মত হয় না বলে সেগুলো দেখতে ইচ্ছা করে না এবং তাতে অভিনয়েরও কোনো আগ্রহ নেই। ববিতা জানান, আগামী জুলাই মাসে তিনি কানাডায় পুত্রের কাছে এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী ভাইদের সঙ্গে দেখা করতে যাবেন।