বগুড়ার আদমদীঘির সান্তাহারে আমিরুল ইসলাম (৩৬) নামে এক ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে উপজেলার পোঁওতা টিকরী গ্রামসংলগ্ন রেললাইন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমিরুল উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা টিকরী গ্রামের আবদুস সালামের ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকালে আমিরুল কাজের জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি। গতকাল সকালে রেললাইনের পাশে স্থানীয়রা তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, আমিরুলকে রেলওয়ে সীমানার বাইরে ছুরিকাঘাতে হত্যা করে রেললাইনের পাশে তার মরদেহ ফেলে রাখা হয়। ধারণা করা হচ্ছে, খুনের ঘটনা ধামাচাপা দিতে দুর্বৃত্তরা তার লাশটি ওই স্থানে রেখে যায়।