ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নবনির্মিত ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকালে ভবনটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, আমাদের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে আমরা প্রাণপণে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নবনির্মিত এই ভবনটি ছাত্রদের আবাসন সংকটে কিছুটা ভূমিকা রাখবে। এই ভবনটি একটি সমৃদ্ধ স্থাপনা। শিক্ষার্থীদের জন্য আধুনিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে ভবনটি নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, কঠিন সময়ে জাতিকে যারা উদ্ধার করেছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতাকে মনে রাখতে ভবনটির নামকরণ করা হয়েছে। আমাদের প্রতিটি কাজ দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, জুলাইয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেতনা ধরে রাখতে এই ভবনের নাম রাখা হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’। যে তরুণদের অম্লান ত্যাগের বদৌলতে আজ আমরা কথা বলতে পারি তাদের স্মৃতি স্মরণীয় করে রাখতে এই ভবন ভূমিকা রাখবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অভ্যন্তরে ২০১৯ সালের ১ এপ্রিল ভবনটির নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি।
বিডি প্রতিদিন/জুনাইদ