চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সীতাকুণ্ড থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৩৪ জনের নামে মামলাটি করেন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- পার্কের পার্কিং ইজারাদার মো. মাসুদ, মো. ফারুক, মো. রায়হান, মো. মামুন এবং জানে আলম সাদ্দাম।
মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার পার্কিং সংক্রান্ত ঘটনায় জের ধরে ইজারাদার মাসুদ এবং অন্যান্য আসামিরা লরি চালক ও শ্রমিকদের লোহার রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে যখম করে। এছাড়া শ্রমিকদের লোহার পাইপ দিয়ে পেটানো হয় এবং তাদের কাছে থাকা নগদ টাকাপয়সা ছিনিয়ে নিয়ে গাড়ি ভাঙচুর করে।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), সিনিয়র সহকারী কমিশনার (অবমূল্যায়ন শাখা, রিট সেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, ডিসি পার্ক ৩ দিনের জন্য বন্ধ থাকবে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, চট্টগ্রাম জেলা প্রাইম মোবার লরি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ৩০ থেকে ৩৫ জনের নামে মামলা করেছেন।
এদিকে ডিসি পার্ক সৌন্দর্যবর্ধন ও সংস্কার করার জন্য আগামী তিনদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে এ ঘোষণা দেওয়ার পর থেকে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি চলা ডিসি পার্কের মাসব্যাপী ফুল উৎসবে স্থায়ী ৬টি ও অস্থায়ী ৪৭ দোকান সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম