চট্টগ্রাম নগর ও কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়- সোমবার রাতে নগরের চান্দগাঁওয়ের বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ ছাত্রলীগ-যুবলীগের নেতাসহ চারজনকে গ্রেফতার করে। তারা হলেন- মো. আরিফ (২০), মো. সুমন (৩০), মো. ইমরান হোসেন (৩২) এবং এসএম সেলিম উদ্দিন (৫৪)।
গ্রেফতারকৃতদের মধ্যে আরিফ এবং সুমন ছাত্রলীগ নেতা, ইমরান হোসেন যুবলীগ নেতা এবং সেলিম উদ্দিন বায়েজিদ থানার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃত চারজন বিস্ফোরক মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শিকলবাহা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম (৫৬), চরলক্ষ্যা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম (৫৫), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান (৪৯)।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সোমবার রাতে ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ