চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা থেকে মো. আহম্মদ আলী ও নোয়াব আলী নামে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে আহম্মদ আলী কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা। নোয়াব আলী আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, আহম্মদ আলী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় মামলা রয়েছে। রবিবার রাত ১২টার দিকে তার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন জানান, ইউপি চেয়ারম্যান নোয়াব আলীর বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা রয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর রাহাত্তার পোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা