চট্টগ্রামের হাটহাজারী থানার মামলার কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. দুলালকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার রাতে হাটহাজারী থানার কুয়াইশ রোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত দুলাল হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশচর এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, কারাদণ্ডপ্রাপ্ত আসামি দুলাল হাটহাজারী থানার কুয়াইশ রোড় এলাকায় অবস্থান করে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে বারটার দিকে অভিযান চালিয়ে মো.দুলালকে গ্রেপ্তার করা হয়। তিনি ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বলে স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটাহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম