চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশ এখন ষড়যন্ত্রের জালের মধ্যে আটকে গেছে। সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের সরকার দরকার। সেই সরকার প্রতিষ্ঠা করতে হলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এটিই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নগরীর কালামিয়া বাজারে পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা অন্তর্র্বতীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। এদেশের জনগন দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগনণকে তাদের ভোটাধিকার ফেরত দিন, রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দিন। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার করবে।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল ছগিরের সভাপতিত্বে রৌসাঙ্গীর আমিনের পরিচালনায় মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী আসু, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খাঁন, সোলায়মান সরদার, কামরুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সহসভপিতি মো. ইলিয়াছ, নাছিম চৌধুরী, এমদাদুল হক বাদশা, মো. সেলিম, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদু, সদস্য সচিব হাজী মো. মুছা, আজিজুল হক মাসুম, মো. হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ